রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত 

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের মাঠ থেকে জাহাঙ্গীর নামের যুবকের লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের মৃত মালেক শরিফের পুত্র। 

সে পেশায় রাজমিস্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন সুতাইল এলাকার মৃত গঞ্জের আলীর পুত্র আমিরুলের বাড়িতে রাতে ২-৩ জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে যায়। 

পরবর্তীতে স্থানীয়রা চোর চক্রকে ধাওয়া দিলে দুজন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয় জনতা। ওই গণপিটুনিতেই ওই চোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

পরবর্তীতে রোববার (২৭ অক্টোবর) হালসা পুলিশ ফাঁড়িতে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ও পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন লাশের পরিচয় সনাক্ত করে।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুপিটুনিতে সে নিহত হয়েছে। পুলিশ তার পরিচয় সনাক্ত করেছে। নিহত ব্যক্তিটির পিসিপিয়ার যাচাই করে জানা যায়, তার নামে বিভিন্ন থানায় ছয়টির মত চুরির মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে মিরপুর থানা পুলিশ কাজ করছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।

টিএইচ